ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

লালমোহনে কবিগানের আসরের শেষ দিনেও পুণ্যার্থীদের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
লালমোহনে কবিগানের আসরের শেষ দিনেও পুণ্যার্থীদের ঢল

ভোলা: ভোলার লালমোহন উপজেলায় তিনদিনের কবিগানের আসরের শেষ দিনে ভক্ত-পুণ্যার্থীদের ঢল নেমেছে। দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার দর্শনার্থীদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে আসরটি।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকেই দর্শনার্থীদের মন্দির প্রাঙ্গণে এসে জড়ো হতে দেখা গেছে। সন্ধ্যা পর্যন্ত ছিল ভক্তদের আগমন। রাতেই ভাঙবে তিনদিনের এ আয়োজন।

এরআগে বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের শ্রী শ্রী কৃষ্ণকালী মন্দিরে এ অনুষ্ঠান শুরু হয়। প্রতিদিনই ছিল গ্রাম বাংলার কবিগানের আয়োজন। এছাড়াও আরোতী ও শ্রীমতভগবত পাঠ ছিল। স্থানীয় শিল্পীদের পাশাপাশি কলকাতার বেশ কয়েকজন শিল্পীও অংশ নেন এতে। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত কবিগানের এ উৎসব।

রাস পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও এ উৎসব আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। শেষ দিন শুক্রবার সকাল থেকেই ঢোল, বাঁশি, কাঁসা, বেহালাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরে কবিগানের আয়োজন চলতে দেখা যায়।

দূর-দূরান্ত থেকে আসা নানা বয়সের ও নানা শ্রেণীপেশার হাজারো ভক্ত-পুণ্যার্থী উপভোগ করেন কবিগান। নতুন প্রজন্মের সঙ্গে ঐতিহ্যবাহী কবিগানের পরিচয় করিয়ে দিতে পূর্ব পুরুষের রীতি অনুযায়ী প্রতিবছর এ আসরের আয়োজন করা হয়।

আয়োজক কমিটির সভাপতি কিশোর অধিকারী বলেন, ৪১ বছর ধরে আমরা এ আয়োজন করে আসছি, ভক্ত-পুন্যার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে উৎসব। শেষ দিনেও ভক্তদের ঢল নেমেছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।