ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ

ঢাকা: সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ শনিবার (১২ নভেম্বর) দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমন্ত্রণে তার এই বাংলাদেশ সফর।

সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি চুক্তিও সই হতে পারে।

সৌদি উপমন্ত্রী রোববার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। আলোচনা শেষে রোববারই তার ঢাকা ত্যাগের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।