ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে আগুনে পুড়লো ১০ বসতঘর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
রাঙামাটিতে আগুনে পুড়লো ১০ বসতঘর 

রাঙামাটি: রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার মহসিন কলোনিতে আগুনে ১০টি বসতঘর পুড়ে গেছে।  

শনিবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিজার্ভ বাজার এলাকার মহসিন কলোনি সংলগ্ন মিয়া সাওদাগরের ভাড়াটিয়ার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে পাশাপাশি অন্তত ১০টি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়রা মিলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. ইকবাল হোসেন  জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আগুন লাগার খবর পেয়ে রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।