ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সম্প্রীতি বিনষ্টকারীরা এখনও আমাদের মাঝে আছে: পীযুষ বন্দ্যোপাধ্যায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
সম্প্রীতি বিনষ্টকারীরা এখনও আমাদের মাঝে আছে: পীযুষ বন্দ্যোপাধ্যায়

বাগেরহাট: সম্প্রীতি বাংলাদেশের সভাপতি বিশিষ্ট নাট্যকার পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, সম্প্রীতি বিনষ্টকারীরা এখনও আমাদের মাঝে রয়েছে। তারা দেশ ও জাতির সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টায় লিপ্ত আছে।

সময় এসেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে বাগেরহাটের এসিলাহা মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমরা দেশ ও জাতির সম্প্রীতি রক্ষায় কাজ করছি উল্লেখ করে পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের এ কাজ চলমান থাকবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

এসময় দেশ ও জাতির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সম্প্রীতি বাংলাদেশের এ নেতা।

সম্প্রীতি বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, সাবেক সচিব মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ, সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

এসময় আও উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, বাগেরহাট জেলা কমিটির সদস্য সচিব শেখ লিয়াকত হোসেন লিটন, ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

সমাবেশে বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল  সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতাসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

সমাবেশ শেষে জেলা কমিটির আয়োজনে বাউল সঙ্গীতের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৩ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০২২
এমএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।