জাতিসংঘ জলবায়ু সম্মেলন কক্ষ থেকে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় একটি বিশ্ব চুক্তিতে উপনীত হতে হবে। এ লক্ষে বিশ্বের সকল দেশকে সমান মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের ডাকে ক্লাইমেট কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এই আহ্বান জানান বারাক ওবামা।
তিনি বলেন, কার্বন নিস্বঃরণ ভয়াবহ হারে বাড়ছে। এবারের গ্রীষ্মটি ছিলো বিশ্বের অনেক দেশের জন্যই ভয়াবহ।
ওবামা বলেন, আমরা জানি কি করতে হবে। আমাদের নিজেদেরই কাবর্ন নিঃস্বরণ কমাতে হবে, কারণ আমরাই এ কাজটি করছি।
একটি বৈশ্বিক অঙ্গীকারের ওপর জোর দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আমাদের শিশু এবং বিশ্বের অন্যান্য দেশের শিশুদের রক্ষা করতে এ উদ্যোগ নিতে হবে।
ওবামা বলেন, আমরাই প্রথম জেনারেশন যারা বুঝতে পারছি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতি এবং এ জন্য আমরাই দায়ী। আর সে কারণে আমাদেরই কিছু করতে হবে।
বারাক ওবামা আরও বলেন, আমাদের উচ্চাশা আর কিছু নয়, নির্মল জ্বালানি, কম কার্বন নিঃস্বরণ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে জ্বালানির অপচয় রক্ষায় ব্যাপক বিনিয়োগ করেছে। দুই দশকের মধ্যে কার্বন নিস্বঃরণ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হবে।
ওবামা বলেন, আমরা কিছু কাজ করেছি, আরও অনেক কিছু করতে হবে।
ক্লাইমেট অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে, সে অনুযায়ী কাজ করে যাচ্ছি উল্লেখ করে ওবামা বলেন, যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগে কখনোই নেওয়া হয়নি।
নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়ার কথা উল্লেখ করে ওবামা বলেন, ব্যবসায়ী নেতৃত্বকে এ অনুযায়ী কাজ করতে হবে।
চীনা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এ বিষয়ে কথা বলেছি। বড় জাতি হিসেবে আমাদের দু’জনকেই জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাজ করতে হবে।
আরও বেশি বেশি সহযোগিতা, জোট গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
তিনি বলেন, যে দেশগুলো কম দায়ী তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের ক্ষতি কাটাতে আমাদেরই বেশি অগ্রণী হতে হবে। সমুদ্রের উচ্চতা কমাতে দির্ঘস্থায়ী পরিকল্পনা নিতে হবে। উন্নয়ন বা উন্নয়নশীল সব দেশকেই অংশ নিতে হবে, কেউ বাদ থাকতে পারবে না। কারোই পাশে দাঁড়িয়ে থাকার সুযোগ নেই, বলেন ওবামা।
তিনি বলেন, অভিলাষটি হতে হবে সমন্বিত। একই সঙ্গে তা হবে অন্তর্ভূক্তিমূলক ও উদার। কারণ ভিন্ন ভিন্ন দেশ ভিন্ন ভিন্নভাবে কাজ করবে।
সকল বড় বড় অর্থনৈতিক শক্তিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ওবামা বলেন, একটি গ্লোবাল কমপ্যাক্ট-এর জন্য আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, আজ আমরা এমন একটি উচ্চাশার কথা বলছি যা আমাদের শিশুদের অধিকার। তাদের জন্যই আমাদের এই উচ্চাশার বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪