ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অলিম্পিক

অলিম্পিকের উদ্বোধনীতে পরিচয় করানো হয়নি তেমের’কে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
অলিম্পিকের উদ্বোধনীতে পরিচয় করানো হয়নি তেমের’কে

ঢাকা: রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পরিচয় করিয়ে দেওয়া হয়নি ব্রাজিলের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট মিচেল তেমেরকে। যদিও অনুষ্ঠানের প্রোগ্রাম গাইডে জাতীয় সংগীতের আগে প্রেসিডেন্টের জন্য একটি প্রেজেন্টেশনের শিডিউল ছিল।

‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় ব্রাজিলের স্থানীয় সময় রাত ৮টায়, বাংলাদেশ সময় শনিবার ভোর (০৬ আগস্ট) ৫টায়।

আর উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব ছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাক’র কাঁধে।

ব্রাজিলের পার্লামেন্টে অভিশংসন প্রস্তাবের গুরুত্বপূর্ণ ভোটে দিলমা রৌসেফ হেরে যাওয়ার পর অন্তর্র্বতীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মিচেল তেমের।

বাংলাদেশ সময়: ০৬৪৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ