ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অলিম্পিক

রিওতেও উচিমুরার দাপট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
রিওতেও উচিমুরার দাপট ছবি: সংগৃহীত

ঢাকা: লন্ডনের পর রিও অলিম্পিকেও একই ইভেন্টে স্বর্ণ জয়ের হাসি হাসলেন জাপানের কোহেই উচিমুরা। যিনি জিমন্যাস্টদের মধ্যে সর্বকালের সেরাদের একজন।

জিমন্যাস্টিক্সের অল অ্যারাউন্ড ইভেন্টে ইউক্রেনের ওলেগ ভারনিয়াভের সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর তিনি সেরার আসনে বসেন।

ছয় অ্যাপারাটাস মিলিয়ে ৯২.৩৬৫ স্কোর গড়েন ২৭ বছর বয়সী উচিমুরা। স্বদেশি সাওয়াও কাতোর পর (১৯৬৮ ও ১৯৭২) এই ইভেন্টে গত ৪৪ বছরে কোনো জিমন্যাস্ট এ প্রথম টানা দুই অলিম্পিকে সোনা জিতলেন।

এ নিয়ে অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়নশিপ মিলিয়ে মোট ২৬টি পদক জিতেছেন উচিমুরা। যার মধ্যে ১৩টি সোনা, ৯টি রুপা ও ৪টি ব্রোঞ্জ।

উচিমুরার সঙ্গে রুপা জেতা ভারনিয়াভের লড়াইটা কতটা জমে ওঠেছিল তা তার মোট স্কোরেই স্পষ্ট- ৯২.২৬৬। পয়েন্টের পার্থক্য ০.০৯৯। ব্রোঞ্জ পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের ম্যাক হুইটলক।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ