ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অলিম্পিক

ট্রেবল জেতা লেডেকির বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
ট্রেবল জেতা লেডেকির বিশ্বরেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকে ৮০০ মিটার ফ্রি-স্টাইলে নিজের রেকর্ডই ভাঙলেন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি। সেই সঙ্গে অলিম্পিক সাঁতার প্রতিযোগিতায় জয়ের ইতিহাসও গড়লেন তিনি।

লেডেকি সাঁতার শেষ করেছেন আট মিনিট ৪.৭৯ সেকেন্ডে। এর আগে গত জানুয়ারিতে টেক্সাসের অস্টিনে আট মিনিট ৬.৬৮ সেকেন্ডে আগের বিশ্বরেকর্ডটি গড়েছিলেন ১৯ বছর বয়সী লেডেকি।

দ্বিতীয় হয়ে রুপা পাওয়া যুক্তরাজ্যের জ্যাজ ক্যারলিন সময় নিয়েছেন আট মিনিট ১৬.১৭ সেকেন্ড। হাঙ্গেরির বোগলার্কা কাপাস পেয়েছেন ব্রোঞ্জ।

রিও অলিম্পিকে ২০০ ও ৪০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জেতার পর এই ইভেন্ট জিতে ট্রেবল সম্পূর্ণ করলেন তিনি। এর আগে এক আসরে মেয়েদের ফ্রি-স্টাইলের এই তিন ইভেন্টে সোনা জিতেছিলেন যুক্তরাষ্ট্রেরই ডেবি মায়ার। তিনি এই নজির গড়েছিলেন ১৯৬৮ সালে মেক্সিকো সিটি অলিম্পিকে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ