ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অন্যান্য দল

‘শিক্ষককে অপদস্থ করা চরম অসভ্যতা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মে ১৮, ২০১৬
‘শিক্ষককে অপদস্থ করা চরম অসভ্যতা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: শিক্ষককে অপদস্থ করা চরম অসভ্যতা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

বুধবার (১৮ মে) সকালে সিলেটে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে মঙ্গলবার (১৭ মে) বিকেলে সিলেট সফরে আসার কথা থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে বুধবার সকালে সিলেটে এসে পৌঁছান তথ্যমন্ত্রী।

সিলেট পৌঁছানোর পর প্রথমেই তিনি হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন। এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিম ওসমান কর্তৃক শিক্ষক শ্যামল কান্তি ভক্ত লাঞ্ছিত হওয়ার ঘটনায় আইনমন্ত্রী আনিসুল হকের দেওয়া বক্তব্যের (‘শিক্ষক অপদস্থ করার ঘটনাটি দণ্ডবিধিতে শাস্তিযোগ্য’) সঙ্গে একমত পোষণ করেন তিনি।

মাজার জিয়ারত শেষে দুপুরে তথ্যমন্ত্রীর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাসদ আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এনইউ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ