মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় জোনায়েদ সাকি বলেন, দেশের প্রচলিত রাজনীতির সংঘাত এবং বড় দুই দল ও জোটের দ্বন্দ্বের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়ন নিয়েছি।
তিনি বলেন, নাগরিকের হয়রানি বিহীন সেবা দিতে চাই আমরা। তাদের সমস্যার কথা শুনতে চাই। তাদের ঐক্যবদ্ধ করতে চাই।
মনোনয়নপত্র সংগ্রেহের সময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখ্তার, সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশিদ ফিরোজ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
আরএম/এমজেএফ