ঢাকা: প্রিমিয়ার বিভাগ হকি লিগের আসরে নিজ নিজ খেলায় জয় পেয়েছে বাংলাদেশ এসসি এবং ঢাকা মেরিনার ইয়াংস। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রোববার (১৫ মে) দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলায় বাংলাদেশ এসসি ১-০ গোলে সাধারণ বীমাকে পরাজিত করে। বাংলাদেশ এসসির পক্ষে ১০নং জার্সিধারী খেলোয়াড় প্রিন্স ৬১মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন।
দিনের দ্বিতীয় খেলায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৪-১ গোলে এ্যাজাক্স এসসি কে পরাজিত করে। মেরিনার ইয়াংস এর পক্ষে গোল করেন মো: তৌফিক, মামুনুর রহমান চয়ন ও মো: আরশাদ হোসেন। এ্যাজাক্স এসসির পক্ষে ১০নং জার্সিধারী খেলোয়াড় রাহাত সারোয়ার ৪৬মিনিটে একটি ফিল্ড গোল করেন।
দ্বিতীয় ম্যাচে মো: আরশাদ হোসেন মেরিনারের হয়ে জোড়া গোল করেন। ম্যাচের পঞ্চম মিনিটে তৌফিকের ফিল্ড গোলে লিড নেয় মেরিনার। ৩৫ মিনিটের মাথায় ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুন করেন মামুনুর রহমান চয়ন। ৩৬ ও ৪৬ মিনিটে জোড়া গোল করেন মো: আরশাদ হোসেন।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ১৫ মে ২০১৬
এমআর