ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএসএফ প্রধানের বক্তব্য ঔদ্ধত্বপূর্ণ : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০

ঢাকা : ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) প্রধান রমন শ্রী বাস্তবের বক্তব্যকে ঔদ্ধত্বপূর্ণ বলে মন্তব্য করেছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে পার্টির সভাপতি খন্দকার আলী আব্বাস ও সাধারণ সম্পাদক সাইফুল হক এ মন্তব্য করেন।



সোমবার ঢাকায় বিডিআর-বিএসএফ যৌথ সংবাদ সম্মেলনে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান রমন শ্রী বাস্তব বলেন, ‘বিএসএফ কোনো হত্যাকাণ্ড চালাচ্ছে না। সীমান্তে যারা মারা যাচ্ছে তারা সবাই সন্ত্রাসী। ’

রমন শ্রী বাস্তবের দাবি  ‘বিএসএফ’র গুলিতে সীমান্তে যে সন্ত্রাসীরা মারা যাচ্ছে তাদের অর্ধেকই ভারতীয় নাগরিক। ’

বিএসএফ প্রধানের এ বক্তব্যকে চরম ঔদ্ধত্বপূর্ণ ও নির্জলা মিথ্যাচার হিসেবে আখ্যায়িত করে বিবৃতিতে বলা হয়, ‘এই বক্তব্যের মধ্য দিয়ে বিএসএফ সীমান্তে বাংলাদেশিদের হত্যাকাণ্ডের বিষয়টি অস্বীকার করেছে। একই সঙ্গে তাদের সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করা হয়েছে। যা সত্যের অপলাপ ছাড়া আর কিছুই নয়। আমারা এর তীব্র নিন্দা জানাই। ’

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশি নাগরিকদের ধারাবাহিক হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের ক্ষোভ, উদ্বেগ-উৎকণ্ঠাকে বিএসএফ প্রধান কোনো আমালেই নেননি। উল্টো বিএসএফের অপতৎপরতার সাফাই গেয়েছেন। ’

বিবৃতিতে বাংলাদেশ-ভারত সীমান্ত সংকট সমাধানে বিডিআর-বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী সভার ফল জনসম্মুখে প্রকাশেরও আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।