ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পাবনার ঘটনায় সভ্য সরকার হলে পদত্যাগ করতো: হান্নান শাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০
পাবনার ঘটনায় সভ্য সরকার হলে পদত্যাগ করতো: হান্নান শাহ

ঢাকা: দেশে কোনো সভ্য সরকার থাকলে পাবনার ঘটনায় পদত্যাগ করতো বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।



হান্নান শাহ বলেন, ‘পাবনায় যে ঘটনা ঘটেছে তাতে কোনো সভ্য সরকার হলে লজ্জায় পদত্যাগ করতো। অথচ তা না করে ভিকটিমদেরই সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। ’

এ ঘটনাকে তিনি বাকশালের জ্বলন্ত প্রমাণ বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘বিডিআরকে বিলুপ্ত করে বর্ডার গার্ড নাম দিয়ে আরেকটি রক্ষীবাহিনী গঠনের ষড়যন্ত্র শুরু হয়েছে। সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ’

যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্তদের আন্তর্জাতিক আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে হান্নান শাহ সরকারের প্রতি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ ন্যায়বিচার নিশ্চিত করতে চাইলে এ সুযোগ দিতে হবে। যুদ্ধাপরাধীদের বিচারে যেমন জাপান ও জার্মানি আসামিদের পক্ষে আন্তর্জাতিক আইনজীবী নিয়োগের সুযোগ রেখেছিল, আপনারাও সে সুযোগ দিন। প্রমাণ করুণ, আপনারা নিরপেক্ষ ও ন্যায়বিচার করতে যাচ্ছেন। ’

তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের আগে আয়নায় আপনার নিজের চেহারা দেখুন। সেখানে কামরুল হাসানের আঁকা স্কেচটিই ভেসে উঠবে। কারণ, আপনারা ছেলেমেয়ে বিয়ে দিয়ে যুদ্ধাপরাধীদের সঙ্গে আত্মীয়তা গড়ে তুলেছেন। ’

অনৈতিক কাজের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে প্রধানমন্ত্রীর এক এপিএসকে দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বিদেশের মাটিতে যে বা যারা দেশের সুনাম নষ্ট করেছে, আমরা দেখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তাদের কি বিচার করেন। ’

‘দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় নাগরিক ভাবনা’ শীর্ষক এ আলোচনায় সভাপতিত্ব করেন পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান কিরণ। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান, দৈনিক নিউনেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।