ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

চাঁদাবাজি মামলায় মিলনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

চাঁদপুর প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০
চাঁদাবাজি মামলায় মিলনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

চাঁদপুর: ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের ৫ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম মোজাম্মেল হক বুধবার দুপুর ওই আদেশ দেন।



২০০৩ সালে প্রতিমন্ত্রী থাকাকালে মিলন শহরের জিটি রোড এলাকার হারুন অর রশিদ হাওলাদারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদাদাবি করেন। পরে দাবির ২ লাখ টাকা আদায় করেন। এ অভিযোগে চাঁদপুর থানায় গত ৫ সেপ্টেম্বর মামলা হয়। মামলায় মিলনসহ বিএনপির ১০ নেতা-কর্মীকে আসামি করা হয়।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে ৫ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আদালত থেকে বেড়িয়ে মিলন সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘এ অত্যাচারের শেষ কখন হবে জণগন তা জানতে চায়। জণগন জানতে চায় এই স্বৈরশাসনের শেষ কোথায়। কত কোটি মামলা দায়ের করবেন জাতি জানতে চায়।

তিনি বলেন, মিথ্যা মামলায় জেলহাজতে পাঠিয়ে তারা আমাকে কষ্ট দিচ্ছে।

এ সময় আদালত প্রাঙ্গনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪১০ঘণ্টা, সেপ্টেম্বর ২৯,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।