ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জামায়াতের কোনো নেতা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত নন: এটিএম আজহার

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০
জামায়াতের কোনো নেতা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত নন: এটিএম আজহার

দিনাজপুর: জামায়াতের কোনো নেতাই যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত নন বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।

নিজের বক্তব্যের প্রতি যুক্তি দেখাতে গিয়ে তিনি বলেছেন, দলের কোনো নেতার বিরুদ্ধে স্বাধীনতার পর, কোনো মামলা তো দূরের কথা, কোনো জিডি পর্যন্ত হয়নি।



শুক্রবার দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা ও উপজেলা আমীর-সেক্রেটারি সমাবেশে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজপথের আন্দোলনে যতটা পটু, দেশ শাসনে ততটাই অযোগ্য। দেশ পরিচালনার প্রতিটি েেত্র তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন নিজেদের ব্যর্থতা ঢাকতেই ৩৯ বছর আগের একটি মীমাংসিত ইস্যু নিয়ে যুদ্ধাপরাধের জিগির তুলেছে। ’

তিনি আরও বলেন, ‘৩৯ বছরেও যাদের নামে কোনো মামলা হয়নি হঠাৎ তাদের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের মামলা ষড়যন্ত্রমুলক। ’

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, আওয়ামী লীগ জনগণকে ভয় পায় বলেই রাজনৈতিক দলগুলোকে কথা বলতে দিতে চায় না। তারা আসলে গণতন্ত্র নয়, একদলীয় শাসন তথা বাকশালে বিশ্বাসী। ’

সরকারের সমালোচনা করে এটিএম আজহার বলেন, ‘সারাদেশের শিাঙ্গন ছাত্রলীগের সন্ত্রাসে অচল হয়ে পড়েছে। যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের বিশৃংখলায় জাতি দিশেহারা। যে আওয়ামী লীগ নিজেদের কোন্দল মেটাতেই ব্যর্থ, তাদের হাতে দেশের ১৫ কোটি মানুষ নিরাপদ নয়। ’

তিনি বলেন, প্রশাসনের ওপর চাপ প্রয়োগ করে বর্তমান সরকার তাদের হীন স্বার্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এমন একটি ঘটনায় পাবনার প্রশাসনকে শাস্তি দেওয়া হয়েছে, যা কোনো সভ্য দেশের নজীর হতে পারে না।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্য মাওলানা মমতাজ উদ্দীনসহ দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, নিলফামারী এবং গাইবান্ধা জেলা আমীররা সমাবেশে বক্তব্য রাখেন। ৎ

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।