ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

বাবরী মসজিদের রায় উগ্র হিন্দুদেরই উৎসাহিত করেছে: জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

ঢাকা: বাবরী মসজিদ মামলার রায় উগ্র সাম্প্রদায়িক হিন্দুদেরই উৎসাহিত করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জমায়াতে ইসলামী।

শুক্রবার জামায়াতের প্রচার বিভাগের সম্পাদক অধ্যাপক তাসনীম আলম সাক্ষরিত এক যৌথ বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এ অভিযোগ করেন।



বিবৃতিতে তারা বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত এ রায় সম্পূর্ণ সাম্প্রদায়িতার প। ে এ রায় উগ্র সাম্প্রদায়িক হিন্দুদেরই উৎসাহিত করেছে। ’

এলাহাবাদ হাইকোর্ট বাবরী মসজিদের জমি হিন্দু-মুসলমানদের মধ্যে ভাগাভাগি করার যে রায় দিয়েছেন তাতে হিন্দুত্ববাদীদেরই স্বার্থ রক্ষা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তারা।

বিবৃতিতে তারা বলেন, ‘বাবরী মসজিদের জমি মন্দির, আখড়া ও মসজিদের মধ্যে ভাগ করে দেওয়ার রায় শুধু ভারতের মুসলিমদের নয়, গোটা মুসলিম উম্মাহকে হতাশ ও আহত করেছে। ’

এ রায়কে ভারতের সংবিধানে সংরক্ষিত মৌলিক অধিকারের পরিপন্থী উল্লেখ করে জামায়াতের বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারতের সংবিধান সে দেশের সব নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করেছে। তার পাশাপাশি প্রত্যেক ধর্মের ধর্মীয় স্থানগুলো সেই ধর্মের লোকদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।