ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

বান্দরবানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

এস বাসু দাশ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

বান্দরবান: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বান্দরবান পার্বত্য জেলার নাই্যংছড়ি উপজেলায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপে ৬ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।



স্থানীয় সূত্র জানায়, দলীয় কোন্দলের জের ধরে নাই্যংছড়ি বাজারে চুচুমং ও বাবুল গ্রুপের দুই কর্মীদের মধ্যে সামান্য কথাকাটি হয়। পরে বিষয়টি উভয়গ্রুপের কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় সংঘর্ষে ছাত্রলীগ নেতা সুমন (২৫), চুচুমং (২৫), নুরুল আবছার (২৮), সৌম (২৬), ইমন (২৫) ও মোকারম (২৫) আহত হন।

ছাত্রলীগ নেতা বাবুলের বাসায়ও হামলার ঘটনা ঘট্

রাতেই নাই্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল হক ঘটনাস্থলে পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল বাংলানিউজ-এর কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন।

নাই্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক বাংলানিউজকে বলেন, ‘ঘটনাটি সমান্য, নিউজ করার মতো নয়। ’

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয় বাংলানিউজকে বলেন, ‘ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।