ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজশাহীতে ছাত্রলীগ-ছাত্রমৈত্রী সংঘর্ষে আহত ৫, গ্রেপ্তার ৩

শরীফ সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

রাজশাহী: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে আজ মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ছাত্রলীগের মারুফ (২২) ও কামাল (২০) এবং ছাত্রমৈত্রির অনিককে (২০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



এ ঘটনায় পুলিশ ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর বহিরাগত তিন কর্মীকে আটক করেছে। তারা হলো- ছাত্রলীগের সারোয়ার হোসেন রিপন (২২), শফিকুল ইসলাম (২১) ও ছাত্রমৈত্রীর মাহি (২৩)।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বাংলানিউজকে জানান, দুপুর ১২ টার দিকে ছাত্রমৈত্রীর কর্মীরা মিছিল করার জন্য কলেজ ক্যাম্পাসে প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর আকস্মিক হামলা চালায়। এতে উভয় পে সংঘর্ষ বেঁধে গেলে ১০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ক্যাম্পাস থেকে ৩ বহিরাগতকে আটক করে।

ওসি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।