ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরীকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম রোকসানা বেগম হ্যাপী এ আদেশ দেন।
গতকাল রোববার প্রধান বিরোধীদল বিএনপির হরতাল চলাকালে রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকা থেকে বেলা সোয়া ১২টার দিকে শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০১০
এমআই/কেএল।