ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মির্জা আব্বাসকে দেখে গেলেন খোকা ও ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

ঢাকা: সদ্য কারামুক্ত মীর্জা আব্বাসকে দেখতে বারডেম হাসপাতালে গেলেন সাদেক হোসেন খোকা ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর রাজনীতিতে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস ও দলের ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা চিরপ্রতিদ্বন্দ্বী হলেও কারামুক্তির পর বিএনপি নেতাদের মধ্যে প্রথম সাদেক হোসেন খোকাই বারডেমে যান।

এরপর মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল।

প্রসঙ্গত, গত ২৭ জুন দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল পালনকালে মির্জা আব্বাসের বাসায় হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে গাড়ি পোড়ানো, পুলিশের কাজে বাধাদান, গাড়ি ভাঙচুর ও ফারুক হত্যাসহ ৮টি মামলা দেওয়া হয়। সাত মামলায় জামিন পেলেও ফারুক হত্যা মামলায় জামিন না পাওয়ায় গত তিন মাস তিনি মুক্তি পাননি। সোমবার আদালত ফারুক হত্যা মামলাও জামিন দিলে তিনি মুক্তি পান।

বর্তমানে তিনি বারডেমের ৯ তলার ১ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad