ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

৭ মার্চ স্বাধীনতা ঘোষণা হলে ২৫ মার্চ বৈঠক কেন: দেলোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০
৭ মার্চ স্বাধীনতা ঘোষণা হলে ২৫ মার্চ বৈঠক কেন: দেলোয়ার

ঢাকা: বঙ্গবন্ধ ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিলে ২৫ মার্চ কেন ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠকে বসেছিলেন সে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

মঙ্গলবার রাতে রাজধানীর হোটেল শেরাটনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।



২৫ মার্চ রাতেই পাকিস্তানি হানাদাররা নিরীহ বাংলাভাষীদের ওপর হামলা চালায় বলে স্মরণ করিয়ে দিয়ে দেলোয়ার বলেন, ‘২৫ মার্চ রাতে যে হামলা হয়েছিল  সে রাতেই ইয়াহিয়ার সঙ্গে বৈঠক করেন শেখ মুজিব। যদি তিনি ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকেন তাহলে ওই বৈঠকে বসেছিলেন কেন?’

আওয়ামী লীগ ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করছে বলেও অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad