ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মির্জা আব্বাসকে দেখতে গেলেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য সদ্য কারামুক্ত মির্জা আব্বাসকে দেখতে বারডেম হাসপাতালে গিয়েছিলেন।
 
রাত সাড়ে ১১টায় বারডেম হাসপাতালে যান খালেদা।

এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির সিনিয়র নেতারা।

উল্লেখ্য, গত ২৭ জুন দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল পালনকালে মির্জা আব্বাসকে তার শাজাহানপুরের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর প্রথমে তাকে একটি মামলায় আসামি করা হয়। এর পর তার বিরুদ্ধে গাড়ি পোড়ানো, পুলিশের কাজে বাধাদান, গাড়ি ভাঙচুর ও ফারুক হত্যাসহ ৮টি মামলা দেওয়া হয়। সাত মামলায় জামিন পেলেও ফারুক হত্যা মামলায় জামিন না পাওয়ায় গত তিন মাস তিনি মুক্তি পাননি। সোমবার আদালত ফারুক হত্যা মামলাও জামিন দিলে তিনি মুক্তি পান।

বর্তমানে তিনি বারডেমের ৯ তলার ১ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।