ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

গতিহীন হয়ে পড়ছে চারদলীয় জোট

মান্নান মারুফ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০
গতিহীন হয়ে পড়ছে চারদলীয় জোট

ঢাকা: গতিহীন হয়ে পড়ছে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট। জোটের প্রধান শরিক দল বিএনপি চারদলীয় জোটের পরিধি আরও বাড়ানোর কথা বললেও তা এগোচ্ছে না।



সংশ্লিষ্টদের অনেকেরই মত প্রতিটি দলই অভ্যন্তরীণ সমস্যা সমাধানে ব্যস্ত থাকায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে।

বিএনপি কিছুদিন আগেও হরতালের মতো বড় কর্মসূচি দিলেও রমজানের পর বড় কোনো আন্দোলনের পথে পা বাড়াচ্ছে না। বরং দলকে তৃণমূলে সংগঠিত করতে পরিকল্পনা বেশি দলটির। এছাড়া নেতাদের ওপর হামলা মামলার সমস্যাতো রয়েছেই।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এখন অনেকাংশেই টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্ত করা নিয়েও দল দুশ্চিন্তায়।

আর এদিকে জোটের বড় দুটি দল তাদের সমস্যা নিয়ে ব্যস্ত থাকায় শরিক দল ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকেও চোখে পড়ার মতো রাজনৈতিক কর্মসূচি দেখা যায়নি সম্প্রতি। আর জোটের অন্য শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির কর্মীবিহীন ও নামসর্বস্বের দুর্নাম আগে থেকেই। সব মিলিয়ে চার দলের মধ্যে সমন্বয়হীনতা এখন স্পষ্ট।

চারদলীয় জোটের সঙ্গে সমমনা আরও বেশ কয়েকটি দলের নেতাদের সক্রিয়তা বলতে ছিলো রমজানের সময় ইফতার পার্টিগুলোতে হাজির থাকা। এর বাইরে আর কোনো কর্মসূচিতে দেখা যায় নেতাকেন্দ্রিক এই দলগুলোকে। এ দলগুলোর মধ্যে রয়েছে এনডিপি, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ, মুসলিম লীগ, বাংলাদেশ মুসলিম লীগ, জাগপা, ন্যাশনাল ইয়ুথ ফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, নেজামী ইসলামী পার্টি, এনপিপি, নাগরিক ফোরাম, বাংলাদেশ ইসালামী ফ্রন্ট। এসব সংগঠনের অধিকাংশের পুর্ণাঙ্গ কমিটি পর্যন্ত নেই।

চারদলীয় জোট স্থবির হয়ে পড়া প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান বাংলানিউজকে বলেন, ‘জোট চাঙ্গা হয় আন্দোলন ও ভোটের সময়। এখন আন্দোলন নেই, ভোটের রাজনীতিও নেই, তাই ঢিমেতালে চলছে জোট। ’

তিনি বলেন, ‘আমাদের প্রয়োজন হলে আমারা যোগাযোগ করি। একইভাবে অন্যরাও। ’

জামায়াত নেতাদের গ্রেপ্তারের পর শীর্ষ শরিক দল বিএনপির নীরব ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা একটি রাজনৈতিক দল, তাদের নিজস্ব মতাদর্শ রয়েছে। স্থায়ী কমিটির বৈঠক করে আমাদের গ্রেপ্তারকৃত নেতাদের ব্যাপারে যা বলার তারা তা বলেছে। ’

বিবৃতি যথেষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তারাই ভালো বলতে পারবেন। কারণ রাজনীতিতে প্রত্যেক দলেরই নিজস্ব চিন্তাচেতনা রয়েছে। ’

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সারোয়ারি রহমান বাংলানিউজকে বলেন, ‘জোট তো আছেই, সময় হলেই দেখবেন। ’

বিরোধী দলের ওপর সরকার অন্যায়-অত্যাচার করার পরও জোটবদ্ধ দলগুলার মধ্যে তেমন ঐক্যবদ্ধ কর্মসূচি না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধী দলে থাকলে কিছুটা সমস্যা থাকে, এগুলো কৌশলে কাটিয়ে উঠতে হয়। ’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বাংলানিউজকে বলেন, ‘জোট হয়েছিল নির্বাচনকে সামনে রেখে। আন্দোলনের প্রয়োজনে কিংবা নির্বাচন এলে আবার জোট সচল হবে। সম্মন্বয়ের অভাব থাকতেই পারে। সেটা আমারা কাটিয়ে উঠবো। ’

অচিরেই চারদলীয় জোট আরও বড় আকারের হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জোট প্রসঙ্গে একই কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েস্বর চন্দ্র রায়।

তিনি বাংলানিউজকে বলেন, ‘জোট আছে, সময় হলে আবার চাঙ্গা হবে। ’
 
এদিকে, ‘জোট এখন একটু স্তিমিত’ উল্লেখ করে জামায়াতের প্রচারবিষয়ক সম্পাদক অধ্যাপক তাসনীম আলম বাংলানিউজকে বলেন, ‘সব সময় তো এক রকম কার্যক্রম থাকে না। আন্দোলন ও নির্বাচন ঘনিয়ে এলেই জোট পরোপুরি সক্রিয় হবে। ’

তবে ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বুলবুল বলেন অন্য কথা।

তিনি বাংলানিউজকে বলেন, ‘জোট এখন আছে নামেমাত্র। জামায়াতের তিন শীর্ষ নেতা গ্রেপ্তার হলো, কই জোটের পক্ষ থেকে তো তাদের ছাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলো না। অবশ্যই জোট এখন স্তিমিত। তবে আবার আন্দোলন শুরু হলে হয়তো চাঙ্গা হয়ে উঠবে। ’

বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের সভাপতি মুফতি ফজলুল হক আমিনি বাংলানিউজকে বলেন, ‘এটা নির্ভর করছে বিএনপির ওপর। তারা চাইলেই জোট আবার সক্রিয় হবে। ’

তিনি বলেন, ‘দেশের বিরাজমান পরিস্থিতিতে আন্দোলন করবো কিনা তা নিয়ে ঈদের আগে আমরা আলোচনা করেছি। বিএনপি যদি না চায় তাহলে আমাদের একার পক্ষে জোটকে সক্রিয় করা সম্ভব নয়। ’

জোটকে সক্রিয় করতে বিএনপিকেই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।