ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাণিজ্যমন্ত্রীর দাম কমানোর ঘোষণার পর দিনই বেড়ে যায়: চুন্নু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
বাণিজ্যমন্ত্রীর দাম কমানোর ঘোষণার পর দিনই বেড়ে যায়: চুন্নু

ঢাকা: বাণিজ্যমন্ত্রী যখনই বলেন জিনিসপত্রের দাম কমাবেন, পর দিনই বেড়ে যায় বলে অভিযোগ করেছেন বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ সময় বাণিজ্যমন্ত্রী সিন্ডিকেটের সঙ্গে জড়িত কি না এমন প্রশ্নও তুলেছেন তিনি।

রোববার (২৫ জুন) জাতীয় সংসদ অধিবেশনে অর্থ বিল ২০২৩ এর সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে চুন্নু এ কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

মুজিবুল হক চুন্নু বলেন, সুইজ ব্যাংক থেকে বাংলাদেশিদের ডলার সরিয়ে নেওয়া হলো, ওই টাকাগুলি কারা রেখেছিল। একটু কি কোনো সংস্থা নাই, ইন্টারন্যাশনালি ভাড়া করতে পারেন না? চোরের ঘরের চোরগুলি কারা? কারা টাকা পাচার করে এসব ব্যাংকে রেখেছে।  

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে বলব, জিনিসপত্রের দাম বাড়ার কারণে গ্রামের মানুষ খুব কষ্টে আছে। এক মণ ধান বিক্রি করে এককেজি গরুর মাংস কেনে। তারা এক মণ ধান ৯০০ টাকা বিক্রি করে ৮০০ টাকায় গরুর মাংস কেনেন। এক মণ ধান বিক্রি করে এককেজি খাসির মাংস কেনা যায় না। এককেজি ইলিশ মাছ কিনতে লাগে দুই মণ ধান।

তিনি আরও বলেন, বাজার একটু নিয়ন্ত্রণ করেন। বাণিজ্যমন্ত্রী যখনই বলে জিনিসপত্রের দাম কমাবেন, পর দিনই বেড়ে যায়।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এসকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।