ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

দুদিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
দুদিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: ঈদুল আজহার পর দুদিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১ জুলাই সড়ক পথে প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাবেন।

২ জুলাই ঢাকায় ফিরবেন।

এ সফর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী নিয়মিত এলাকার বিষয়ে খোঁজখবর রাখেন। চলতি বছরে একাধিকবার তিনি টুঙ্গিপাড়ায় সফরে গিয়েছিলেন। স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী ও সাধারণ মানুষের সঙ্গেও মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এমইউএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।