ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ: জি এম কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ: জি এম কাদের কথা বলছেন জিএম কাদের।

নীলফামারী: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ২০১৪ সালের নির্বাচন এক তরফা হলেও ২০১৮ এর নির্বাচন অনেকটা অংশগ্রহণমূলক ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলোর ও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে সরকার।

জনগণ অসহনীয় দুর্ভোগ দুর্দশায় দিনাতিপাত করছে। নিত্যপণ্যসহ বিদ্যুতের দাম দফায় দফায় বাড়িয়ে লুটপাটের রাজত্ব কায়েম করেছে।  

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াছির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, রংপুর সিটি মেয়র ও মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর-২ আসনের সাবেক এমপি আলহাজ আনিছুল হক মণ্ডল প্রমুখ।

এছাড়াও ছিলেন নীলফামারী জেলা সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ, সৈয়দপুর উপজেলা একাংশের সভাপতি ও শিল্প পরিবার ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দিকুল আলম, অপর অংশের সভাপতি কাজী ময়নুল হক, রংপুর মহানগর যুবসংহতি সভাপতি ফাহিম হোসেন।

জি এম কাদের বলেন, জনগণের অধিকার আদায় এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমরা সরকারের অপকর্মের বিরোধিতা করছি। আগামী নির্বাচনে আসন বাড়ার জন্য নয়। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়াই মূলত রাজনীতিকের কাজ। সংসদে ও রাজপথে সমানতালে এই দায়িত্ব পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।