ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে ঈদ পুনর্মিলনী থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
বাগেরহাটে ঈদ পুনর্মিলনী থেকে বিএনপি নেতা গ্রেপ্তার বাম থেকে- শাহেদ আলী রবি ও ঈদ পুনর্মিলনী

বাগেরহাট: বাগেরহাটে দলীয় ঈদ পুনর্মিলনী থেকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি শাহেদ আলী রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (১ জুলাই) দুপুরের জেলা শহরের সরুই এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে একটি নাশকতার মামলায় শাহেদ আলীকে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এদিকে, শাহেদ আলী গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।  

তিনি বলেন, প্রতি বছরই আমরা ঈদ পুনর্মিলনী করে থাকি। আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম। কিন্তু প্রশাসন অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করতে আমাদের চাপ দেয়। নেতাকর্মীদের আসতে বাধাও দিয়েছে। শাহেদ আলী রবিকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করেছে। অনুষ্ঠান থেকে ফেরার পথে কচুয়া উপজেলা শ্রমিকদল নেতা জাহাঙ্গীরকে মোটরসাইকেলসহ আটক করেছে।

তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের আটক ও মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভয় পেয়েছে। যার কারণে পুলিশকে দিয়ে আমাদের এভাবে হয়রানি করা হচ্ছে। অতিদ্রুত দলীয় নেতাকর্মীদের মুক্তি দেওয়ার দাবি জানাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, একটি নাশকতার মামলায় শাহেদ আলী রবিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম সরুই এলাকায় দলীয় কার্যালয়ে ঈদ পুনর্মিলনী আয়োজন করেন। পূর্ব নির্ধারিত সময় শনিবার দুপুরে বিভিন্ন এলাকা আসা কয়েক হাজার নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় ঈদ পুনর্মিলনী।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।