ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে: ইনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে: ইনু

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ, সংবিধান রক্ষা, সাংবিধানিক ধারা রক্ষার জন্য একমাত্র পথ হচ্ছে যথা সময়ে নির্বাচন করা। এর বাইরে যারা সরকার উৎখাত ও সংবিধান অদল-বদলের কথা বলে তারা নির্বাচনের নামে সাংবিধানিক ধারাকে ক্রসফায়ারে ফেলতে চাচ্ছে, এটা দুঃখজনক।

সেজন্য সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখতে দেশি-বিদেশি সব চক্রান্ত মোকাবিলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। সাংবিধানিক বাধ্যবাদকতায় আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৮ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে জাতীয় আইনজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, বিএনপি-জামায়াতসহ অনেকেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের নামে সরকার উৎখাতের কথা বলছে, সরকার অদল-বদলের কথা বলছে, অস্বাভাবিক সরকার, সংবিধান বহির্ভূত সরকার প্রতিষ্ঠার কথা বলছে। সাংবিধানিক সরকার, শেখ হাসিনার সরকারকে সরাসরি উৎখাতের অগণতান্ত্রিক হুকারও ছাড়ছে।

এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ স্থানীয় জাসদ নেতা ও জাতীয় আইনজীবী পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।