ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পুরুষের চেয়ে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই: লাবু চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
পুরুষের চেয়ে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই: লাবু চৌধুরী

ফরিদপুর: পুরুষের চেয়ে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই -মন্তব্য করে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী একজন নারী হয়ে আওয়ামী লীগের দুঃসময়ের দলের হাল ধরেছিলেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী হয়ে দেশকে উন্নত দেশে এগিয়ে নিয়েছেন।

আপনারা সবাই দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।

শনিবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ অডিটরিয়াম মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সমাবেশে নারীদের উদ্দেশ্য করে লাবু চৌধুরী বলেন, আপনারাও একদিন সাজেদা চৌধুরী ও শেখ হাসিনার মতো নেত্রী হবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই নৌকার জন্য কাজ করে সরকারকে আবার ক্ষমতায় আনতে সহযোগিতা করবেন।  

শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায়ে সাংগঠণিক কার্যক্রম গতিশীলকরণ এবং আপামর জনগণের কল্যাণকর কাজগুলো বাস্তবায়নের লক্ষ্যে সালথায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।  

স্থানীয় নারী নেত্রী জান-ই মারজানা শারমিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, সংসদ সদস্য লাবু চৌধুরীর সহধর্মিণী শাহনাজ খান।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সালথা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, লেখক খন্দকার ফারজানা মুন্নিসহ জেলা ও উপজেলা নারী নেত্রীরা।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।