ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘দেশ যখন এগিয়ে যাচ্ছে বিএনপি তখন ষড়যন্ত্র করছে’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
‘দেশ যখন এগিয়ে যাচ্ছে বিএনপি তখন ষড়যন্ত্র করছে’ বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত বিএনপিকে বর্জন করুন। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্র হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে যখন সমৃদ্ধের দিকে নিয়ে যাচ্ছিলেন তাকে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন ষড়যন্ত্র শুরু করেছেন বিএনপিসহ মিত্ররা।

রোববার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ সদস্যদের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত বিদেশিদের কাছে ধর্না দেয়। তারা বিদেশিদের কাছে ধর্না দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি তাদের কাছে তুলে ধরেন। আমাদের রাজনৈতিক মতবিরোধিতা থাকতেই পারে। কিন্তু সেটি বিদেশিদের কাছে তুলে ধরা দেশবিরোধী অপতৎপরতা। এটা করছেন বিএনপিসহ তাদের মিত্ররা। তারা জনগণের কাছে ধর্না না দিয়ে দেশবিরোধী অপতৎপরতা করছেন।

সম্প্রতি সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচন নির্বাচন কমিশন সফলতার সঙ্গে শেষ করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এই নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জনগণের সম্পৃক্ততা ছিল। তাই এখান থেকে বিএনপির সিদ্ধান্ত নেওয়া দরকার। তারা কী জনগণের সঙ্গে থাকবে কি না।  

ইউনিয়ন পরিষদ সদস্যদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ সদস্যরা তৃণমূলের নেতা। কার বাড়িতে কী সমস্যা এগুলো ইউনিয়ন পরিষদ সদস্যরা জানেন। স্থানীয় সরকার প্রধানমন্ত্রী শক্তিশালী করেছেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের ভাতার পরিমাণ বাড়িয়েছেন। সমাজের অবহেলিত ও পশ্চাৎ মানুষের কল্যাণ প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। ২২ ধরনের ভাতা সরকার চালু করেছে। ওএস, এমএসের চাল দিচ্ছে। এগুলো ইউনিয়ন পরিষদ সদস্যরা নির্ধারণ করেন।  

তিনি বলেন, এখন কেউ বিদেশে গেলে পাঁচ বছর পর দেশে এলে এলাকা চিন্তে কষ্ট হয়। এখন আর কুঁড়েঘর নেই। এখন সাধারণ পরিবারে কেউ না খেয়ে থাকে না। এখন মাছ ও মাংস খায়, বাংলাদেশ বদলে গেছে।  

সংগঠনের সভাপতি গোলাম সারওয়ার মিলনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, টেকনো লিমিটেডের এমডি ড. যশোদা জীবন দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ রহমান অলিও।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এনবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।