ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গণঅধিকার পরিষদের নুরের অংশের একদফা দাবিতে সংহতি প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
গণঅধিকার পরিষদের নুরের অংশের একদফা দাবিতে সংহতি প্রকাশ

ঢাকা: বিএনপির পাশাপাশি একদফা কর্মসূচিতে সহমত পোষণ করেছে দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণঅধিকার পরিষদ (নুর)। একই সময়ে অপর অংশ (রেজা কিবরিয়া) প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।

বুধবার (১২ জুলাই) বিকেলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ‘একদফা’ কর্মসূচিতে সম্মতির কথা জানিয়ে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।  

দলটির নব নির্বাচিত সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, নিরপেক্ষ নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবিতে আজ আমরা এ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি।

তিনি বলেন, দেশের জনগণের ভোটাধিকার হরণকারীদের বিদায় এবং অবাধ নির্বাচন ও খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে ঘোষিত আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হতে হবে। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।  

তিনি আরও বলেন, আজকে রাজধানীতে বিরোধী দলের সমাবেশ ঠেকাতে কাঁচপুর, আমিনবাজার, টঙ্গীতে বাধা সৃষ্টি করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের ফেসবুক চেক করে দেখছে তারা কোন দলের অনুসারী। এরা আসলেই প্রশাসনের লোক নাকি সরকারের দলীয় লোক তা জানা প্রয়োজন।

এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ সংগঠনের উচ্চতর পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।