ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

১৮-১৯ জুলাই রাজধানীতে পদযাত্রা করবে এলডিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
১৮-১৯ জুলাই রাজধানীতে পদযাত্রা করবে এলডিপি

ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ বলেছেন, সরকারের লুটপাট, দুর্নীতির কারণে দেশের অর্থনীতি বেহাল অবস্থায় পড়েছে। দেশের কোনো মানুষ ভালো নেই।

শ্রমজীবী মানুষ আজ পরিবার-পরিজন নিয়ে দিশাহারা। এই সরকারের পতনই এ অবস্থা থেকে জাতিকে মুক্তি দিতে পারে।  

তিনি বলেন, বর্তমান সরকারের পতনের লক্ষ্যে দল-মত জাতি-ধর্ম নির্বিশেষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এক দফা দাবি আদায়ে রাজপথে নামতে হবে। এ অবৈধ সরকারের পতনের দাবিতে সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় হতে হবে।

বুধবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর পূর্ব পান্থপথে এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার পতনের একদফা দাবিতে ১৮ জুলাই সকাল ১০ টায় গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পদযাত্রা এবং ১৯ তারিখ একই সময়ে আবদুল্লাহপুর থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা করবে এলডিপি।

এলডিপি মহাসচিব বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কারণে দেশের ৮৫ শতাংশ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। জিনিসপত্রের দামের ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে এখন অনেকের জীবন-সংগ্রাম আরও কঠিন হয়ে পড়েছে। আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দুর্নীতির কারণে দেশ আজ ধ্বংসের পথে। এ থেকে উত্তরণে বর্তমান সরকারকে হটানোর বিকল্প নেই।

তিনি বলেন, এই সরকার সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেল খাটিয়েছে। তাকে এখন গৃহবন্দি করে রাখা হয়েছে। তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রেখেছে। বিরোধী দলের এমন কোনো নেতা নেই, যার বিরুদ্ধে একের অধিক মামলা নেই।

রেদোয়ান আহমেদ বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। কিন্তু এখন দেশে আমার কথা বলার কোনো অধিকার নেই, নিরাপত্তা নেই। আমার নির্বাচনী এলাকায় কোনো সভা সমাবেশ করতে পারি না। যেখানেই সভা করতে যাই, সেখানেই হামলা করা হয়। আমরা আর কত মার খাব। এখন সময় ঘুরে দাঁড়ানোর। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। জনগণের স্বার্থ রক্ষা করতে হলে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে। জনগণের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন করা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের কাজই হলো গণতন্ত্র হত্যা করা। অথচ সারা দেশের মানুষ গণতন্ত্র চায়। নিজের ভোট নিজে দিতে চায়। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা নির্বাচন চাই এবং সেই নির্বাচন চাই সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ সরকারের অধীনে, এই শেখ হাসিনার অধীনে নয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।