ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনা-৪: আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ১৮ জুলাই

 স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
নেত্রকোনা-৪: আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ১৮ জুলাই

ঢাকা: নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় সংসদের নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার জন্য ১৮ ও ১৯ জুলাই তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে৷

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং জমা দিতে হবে।

সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করবেন এবং জমা দেবেন।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে বলেও এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩

এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।