ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পদযাত্রা সফল করতে বিএনপির লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
পদযাত্রা সফল করতে বিএনপির লিফলেট বিতরণ

বরিশাল: বিএনপির এক দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর ও জেলা শহরে পদযাত্রা সফল করা ও সাধারণ মানুষকে পদযাত্রায় শামিল হওয়ার
আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) সকাল থেকে দিনভর নগরীর বিভিন্ন সড়কের পথচারী ও ব্যবসায়ীদের মাঝে পৃথকভাবে লিফলেট বিতরণ করেছেন বরিশাল মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির নেতারা।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে আজ মহানগরের পদযাত্রা সফল করতে নগরজুড়ে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একইদিন পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম
শাহিনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।