ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘নেতার নির্দেশ আছে শান্তিপূর্ণভাবে পদযাত্রা শেষ করার’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
‘নেতার নির্দেশ আছে শান্তিপূর্ণভাবে পদযাত্রা শেষ করার’

ঢাকা: সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর পদযাত্রা কর্মসূচি গাবতলী থেকে শুরু হয়ে মগবাজার মোড় হয়ে রায় সাহেব বাজারে দিকে যাওয়ার কথা। এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য দক্ষিণের বিএনপির নেতাকর্মীরা মগবাজার মোড়ে অবস্থান নেওয়া শুরু করেছে।

 

মগবাজার মোড়ে অবস্থানরত এক বিএনপির নেতা হাতিরঝিল থানা ওসিকে বলেন, আমাদের নেতা তারেক জিয়ার নির্দেশ আছে শান্তিপূর্ণভাবে পদযাত্রা শেষ করতে হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে মগবাজার মোড় হোটেল আল আমিনের সামনে সড়কে অবস্থান করতে দেখা যায় দক্ষিণের বিএনপির নেতাকর্মীদের। এসময় সরকার পতনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। সেখানে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। ট্রাকের ওপর লাগানো হয়েছে মাইক। নেতারা বক্তৃতা দিচ্ছেন।  

ঘটনাস্থলে উপস্থিত আছেন হাতিরঝিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন ও ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল কুদ্দুসসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।  

পদযাত্রায় আসা খিলগাঁও গোড়ানের বাসিন্দা বিএনপির নেতা ইউনুস মৃধার সঙ্গে কথা বলেন হাতিরঝিল থানার ওসি। এরপর তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি পালন করবেন। কোনো বিশৃঙ্খলার চেষ্টা করবেন না।

এই কথার সঙ্গে সঙ্গে বিএনপি নেতা ইউনুস মৃধা বলেন, আমাদের নেতা তারেক জিয়ার নির্দেশ আছে শান্তিপূর্ণভাবে পদযাত্রা শেষ করার, চিন্তার কোনো কারণ নেই।

বিএনপি নেতা ইউনুস মৃধা বাংলানিউজকে বলেন, সরকার পতনের এক দফা দাবি নিয়ে উত্তরের বিএনপি নেতাকর্মীদের পদযাত্রা গাবতলী থেকে মগবাজার আসবে। এখান থেকে দক্ষিণের নেতাকর্মীরা মালিবাগ পল্টন হয়ে রায় সাহেব বাজারের দিকে যাবে। এছাড়া মগবাজার পর্যন্তই উত্তরের নেতৃবৃন্দ থাকবেন। পরে দক্ষিণের নেতাকর্মী ও সদস্যরা পদযাত্রা শুরু করবেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।