ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি ১৫ সেপ্টেম্বর

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, জুন ২৯, ২০১০

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির নতুন তারিখ দিয়েছেন আদালত। আগামী ১৫ সেপ্টেম্বর এ শুনানি অনুষ্ঠিত হবে।



মঙ্গলবার সকালে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারপতি মোজাম্মেল হোসেন এই দিন ধার্য করেন।

প্রধান বিরোধীদল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই তারিখ ধার্য করেছেন।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬শ ৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হারুন অর রশিদ।

মামলায় মোমিনুর রহমান, কাজী সালিমুল হক, সরফুদ্দিন আহমেদ, সৈয়দ আহমেদ ও গিয়াসউদ্দিন আহমেদকে আসামি করা হয়।

এ মামলায় দুদকের উপপরিচালক হারুন অর রশিদ গত ৫ আগস্ট খালেদা জিয়া, তারেক রহমান, মোমিনুর রহমান, কাজী সলিমুল হক, সরফুদ্দিন আহমেদ ও ড. কামালউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগপত্রে সৈয়দ আহমেদ ও গিয়াসউদ্দিন আহমেদকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়।

বাংলাদেশ সময় ১২২৫ ঘণ্টা, জুন ২৯, ২০১০
এম আই/এসআইএস/এসএফ/কেএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।