ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

আমরা সব সময় ফ্রি ফেয়ার ইলেকশন চেয়েছি: এ্যানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
আমরা সব সময় ফ্রি ফেয়ার ইলেকশন চেয়েছি: এ্যানি

ঢাকা: সফররত দুই মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে বিএনপির পক্ষ থেকে বৈঠক করেছেন দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার (১৩ আগস্ট) ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে মার্কিন কংগ্রেসের সদস্য রিপাবলিকান রিচার্ড ম্যাকরমিক ও ডেমোক্র্যাট এড কেইসের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বেরিয়ে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত সাংবাদিকদের বলেন, দলের পক্ষ থেকে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেসব বিষয় আমার দলকে জানাবো।

তিনি আরও বলেন, আমরা সব সময় ফ্রি ফেয়ার ইলেকশন চেয়েছি। গত কয়েকটি নির্বাচন এক দলীয় নির্বাচন হয়েছে। ফ্রি ফেয়ার ইলেকশন হয়নি। আমরা আশাবাদী নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা অবাধ নির্বাচন হবে।

এদিন দুই মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠক করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারাও।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।