ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে জাতির পিতার ৪৮তম শাহাদাৎ বার্ষিকী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে জাতির পিতার ৪৮তম শাহাদাৎ বার্ষিকী

ঢাকা: বিনম্র শ্রদ্ধায় শোক ও ভালোবাসায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পালিত হচ্ছে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এদিন সকালে ও দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অসচ্ছল, এতিম ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ ও গণভোজের আয়োজনসহ দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়৷  

মঙ্গলবার (১৫ আগস্ট) ২৬ বঙ্গবন্ধু অ্যাভিনিউ (আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে)  জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল তবারক বিতরণের আয়োজন করে, ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ আওয়ামী যুবলীগ,ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্য জীবী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগ,বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ,ঢাকা মহানগর দক্ষিণ বংশাল থানার বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এবং ঢাকা মহানগর দক্ষিণ শাহবাগ থানা ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ।

ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ আওয়ামী যুবলীগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।  

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুর রহমান (সাইদ), কার্যকরী সভাপতি সাইদুর রহমান মানিক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল। ঢাকা মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ দক্ষিণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান হাওলাদার, সাধারণ সম্পাদক জাকের পারভেজ অপু৷  

ঢাকা মহানগর দক্ষিণ শাহবাগ থানা ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ খান বাবু।  

এছাড়া শোক দিবসে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও ঢাকা মহানগর দক্ষিণ বংশাল থানার বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  

এদিন নানা কর্মসূচিতে ছিল শোকের আবহ। শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের মাঝে জোরালো দাবি ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নেপথ্যে ষড়যন্ত্রকারী ও কুশীলবদের ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো।  

একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ এবং ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ছিল মানুষের কণ্ঠে। বিভিন্ন কর্মসূচিতে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি পুনর্ব্যক্ত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
জিসিজি /এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।