ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘কে এলো না এলো বড় কথা নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
‘কে এলো না এলো বড় কথা নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন’

ঢাকা: আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোন সমঝোতা হবে না জানিয়ে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেছেন, নির্বাচন সংবিধান অনুযায়ী সময়মতো হবে।

বুধবার (১৬ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কামরুল ইসলাম বলেন, কে নির্বাচনে আসলো, কে আসলো না সেটা বড় কথা নয়। নির্বাচন সময়মতো সংবিধান অনুযায়ী হবে।

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কথা নাকচ করে দিয়ে তিনি বলেন, আলোচনা-সমঝোতার প্রশ্নই আসে না।

সবাইকে ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে আমাদের আবার ক্ষমতায় আসতে হবে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এমইউএম/এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।