নওগাঁ: নওগাঁর রাণীনগর থেকে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার আবাদপুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার পারইল ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি ও ভাণ্ডারগ্রাম গ্রামের বাসিন্দা আব্দুল মতিন (৬০) ও জামায়াতের কর্মী পারইল বিশিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নাশকতা সৃষ্টির লক্ষ্যে জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করবেন -এমন গোপন তথ্য ছিল। বুধবার ভোরে অভিযান চালিয়ে আবাদপুকুর পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের অদূরে একটি মেহগনি বাগানে বৈঠক চলাকালে জামায়াতের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পালিয়ে যান অন্য নেতাকর্মীরা।
তিনি আরও জানান, এ ঘটনায় এজাহার নামীয় সাতজন ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোর্পদ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এসআরএস