ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী এবং ঢাকা মহানগরীর আমীর রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক মেহেদী হাসান তালুকদার এ নির্দেশ দেন।
আদালত বলেছেন, যথাযথভাবে সমন জারি হওয়া সত্ত্বেও মামলার ধার্য দিন মঙ্গলবার আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।
এছাড়ার মামলার গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ আগস্ট তারিখ ধার্য করা হয়েছে।
গত ২১ মার্চ বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক জামায়াতে ইসলামীর আমীর, সেক্রেটারি জেনারেলসহ পাঁচজনকে আসামি করে এ মামলা করেন।
এর আগে সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে মামলার অপর আসামি ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসম ইয়াহিয়া তার জামিন মঞ্জুর করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুন ২৯, ২০১০
এমআই/জেডএইচএস/কেএল