ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় বিএনপির পদযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
খুলনায় বিএনপির পদযাত্রা

খুলনা: খুলনায় বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বিকেলে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়।

নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে নগরীতে পদযাত্রা বের করে দলটি।

পদযাত্রার আগে সমাবেশে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, এ সরকারের পতন সুনিশ্চিত। শেখ হাসিনা আরেকটি অবৈধ ইলেকশনের পাঁয়তারা করছেন। সারা বিশ্ব তাদের বয়কট করেছে।

মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মো. তারিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান, রেহানা ঈসা, এস এ রহমান বাবুল, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, আব্দুর রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফা উল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশারফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, শেখ তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শামসুল আলম পিন্টু, শেখ সাদী, হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল প্রমুখ।

এর আগে মহানগরীর সব ওয়ার্ড, থানা এবং জেলার প্রতিটি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিশাল বিশাল মিছিল এসে থানার মোড়ে জমায়েত হয়। সমাবেশ শেষে পদযাত্রা কে ডি ঘোষ রোড, থানার মোড়, পিকচার প্যালেস, ডাক বাংলা, ফেরিঘাট মোড় হয়ে খানজাহান আলী রোড ধরে শান্তিধাম হয়ে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।