ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সংসদে ফিরতে এ্যানীসহ সকল বন্দির মুক্তির শর্ত দিয়েছে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, জুন ২৯, ২০১০

ঢাকা: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে গত রোববারের হরতালে গ্রেফতার হওয়া সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ সকল নেতা-কর্মীর মুক্তির শর্ত দিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবাল সংসদ ভবনে বিএনপি’র সংসদীয় দলের সভার পর মিডিয়া সেলে সাংবাদিকদের কাছে এ শর্তের কথা জানান বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহার দাবি করে তিনি বলেন, এগুলো মেনে নিলে বিরোধী দল সংসদে যাওয়ার কথা ভাববে।

স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ এসমব দাবি মেনে নেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে তাদেরকে আশ্বস্ত করেছেন বলে জানান জয়নাল আবদীন।

এর আগে স্পিকারের সঙ্গে দেখা করে দাবি দাওয়ার কথা জানান বিএনপি’র এমপিরা।

বাংলাদেশ সময় ১৪২৯ ঘণ্টা, জুন ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।