ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জ যুবদলের মহড়ায় ককটেল বিস্ফোরণ-ভাংচুর, পুলিশের টিয়ার গ্যাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
না.গঞ্জ যুবদলের মহড়ায় ককটেল বিস্ফোরণ-ভাংচুর, পুলিশের টিয়ার গ্যাস

নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে যুবদলের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া প্রেসক্লাবের সামনে কেন্দ্র ঘোষিত মুখে কালো কাপড় বেঁধে মিছিল ও সমাবেশে এ ঘটনা ঘটে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

ঘটনার সময় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর পাঞ্জাবি ছিঁড়ে তাকে লাঞ্ছিত করার চেষ্টা চলে। পরে নেতাকর্মীদের পাল্টা ধাওয়ায় আহত হন যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফও।

সংঘর্ষের সময় যুবদলের নেতাকর্মীদের হাতে লাঠি, রড, স্টাম্প দেখা গেছে। তারা এসময় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি মোটরসাইকেল ও রিকশা ভাংচুর করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কর্মসূচি চলার সময় মঙ্গলবার (২৯ আগস্ট) নবগঠিত মহানগর যুবদলের কমিটির আহবায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধানের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নিচে অবস্থান নেন। এসময় হঠাৎ যুবদল নেতা (পদবঞ্চিত) মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে তার অনুসারীরা মিছিল নিয়ে এলে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। হামলায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পরে মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতারা দলের নেতাদের নিয়ে লাঠিসোটা হাতে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় মহড়া দেয় ও মিছিল করে। পরে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে মিশনপাড়ায় গিয়ে শেষ হয়।

মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ জানান, হামলায় যারা অংশ নিয়েছে তারা যুবদলের কেউ হতে পারে না, কারণ এটি দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, এটি সরকারি দলের ইন্ধনে হামলা। আমাদের কেন্দ্রীয় কর্মসূচি বানচাল করতে এ ঘটনা ঘটানো হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এমআরপি/নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।