ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

খুলনা ইসলামী আন্দোলনের সমাবেশের প্রস্তুতি সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
খুলনা ইসলামী আন্দোলনের সমাবেশের প্রস্তুতি সম্পন্ন

খুলনা: নির্বাচন কমিশন বাতিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিরোধ, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার (৩ সেপ্টেম্বর) নগরীর শিববাড়ি মোড়ে বেলা ২টায় এ সমাবেশ শুরু হবে।

দলটির খুলনা মহানগর ও জেলা শাখা এ সমাবেশের আয়োজন করেছে।  

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাও. শোয়াইব হোসেন। সমাবেশে সভাপতিত্ব করবেন দলটির খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান।

সমাবেশের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দলের খুলনা মহানগর শাখার সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, মঞ্চ নির্মাণ থেকে শুরু করে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ সময় সমাবেশ সফল করতে দলমত নির্বিশেষে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
এমআরএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।