ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

আন্দোলনের জোয়ারে কোথায় যাবেন সেটি ঠিক করেন: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
আন্দোলনের জোয়ারে কোথায় যাবেন সেটি ঠিক করেন: রিজভী ফাইল ছবি

ঢাকা: চলমান আন্দোলনের জোয়ারে কোথায় যাবেন সেটি আপনারা ঠিক করেন বলে ক্ষমতাসীন দলের নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পদযাত্রা কর্মসূচিতে সারা ঢাকা শহরের মানুষ জেগে উঠেছে, এই আন্দোলন ব্যর্থ হতে পারে না। আন্দোলনের জোয়ারে ভারতে যাবেন না অন্য কোথায় যাবেন সেটি আপনারা ঠিক করেন।

তিনি আরও বলেন, এই সংগ্রাম চূড়ান্ত পর্যায়ে না যাওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
টিএ/এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।