ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়াউর রহমান খুনি-রাজাকার নিয়ে সরকার গড়ে ছিলেন: আইনমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
জিয়াউর রহমান খুনি-রাজাকার নিয়ে সরকার গড়ে ছিলেন: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া: জিয়াউর রহমান খুনি ও রাজাকার নিয়ে সরকার গঠন করে ছিলেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারকে নির্মমভাবে হত্যা করার পর বাংলাদেশের স্বাধীনতার চাকা উল্টো দিকে ঘুরানোর চেষ্টা করা হয়েছিল। জিয়াউর রহমান খুনি ও রাজাকারদের নিয়ে সরকার গঠন করেছিলেন। তিনি দেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিলেন। জিয়াকে হত্যা করার পর এরশাদও ঠিক তাই করার চেষ্টা করেছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে যারা খুন করেছিলেন তাদেরকে জিয়াউর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দিয়ে রাষ্ট্রদূত বানিয়ে দিয়েছিলেন। আর এরশাদ যখন ক্ষমতায় আসেন, তখন রাষ্ট্রপতির নির্বাচন যাতে বৈধ হয় এই খুনিদেরকে ফ্রিডম পার্টি করতে দিয়ে তাদের প্রার্থী হতে অনুমতি দিয়েছিলেন।

খালেদা জিয়া প্রসঙ্গে আনিসুল হক বলেন, খালেদা জিয়া একজন খুনিকে বিরোধী দলের নেতা বানিয়ে দিয়েছিলেন। বাংলাদেশ যখন স্বাধীন হয় আমরা মুক্তিযুদ্ধে লিপ্ত। কিছু কিছু দেশের রাষ্ট্র প্রধানরা বলা শুরু করেছিলেন এই বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। এই দেশ কোনো স্বাধীন দেশ হতে পারে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, তখন তিনি প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।  

মন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্রে লিপ্ত। তারা কোনোদিন কিন্তু সামনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই। সবসময় পেছনের দরজা দিয়ে এসেছে। ভোট চুরি করেছে। মানুষকে ভোট দিতে দেয়নি। আর ক্ষমতায় বসে তারা দল সৃষ্টি করছে।

হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজনু মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।