ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আব্বাসের বাসায় হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, জুন ২৯, ২০১০

ঢাকা: স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়িতে হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি।

আজ মঙ্গলবার বিকেলে মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ দাবি জানান।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সুপুর মুক্তির দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই সমাবেশ আয়োজন করে।

রোববার হরতালের সময় মীর সরাফত আলী সপু গ্রেফতার হন।

মির্জা আব্বাসের বাড়িতে হামলাকে ‘ইতিহাসের জঘন্যতম ঘটনা’ উল্লেখ করে খোন্দকার দেলোয়ার বলেন, ‘পুলিশ এবং র‌্যাব মির্জা আব্বাসের বাড়িতে হামলা চালিয়ে তার বৃদ্ধা মা এবং স্ত্রী-সন্তানের সাথে যে ব্যবহার করেছে তার ধিক্কার জানাবার ভাষা আমাদের নেই। এই হামলার পেছনে অন্য কোনো গোষ্ঠী বা শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। ’

এই হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এই হামলায় শুধু বিএনপি নয়, সরকার দলীয় অনেক নেতাও নিন্দা জানিয়েছেন।

গতকাল জাতীয় সংসদে সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন খসরু এ হামলার নিন্দা জানিয়েছেন।

সরকারকে উদ্দেশ্যে খোন্দকার দেলোয়ার বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করতে গেলেই হাজার হাজার পুলিশ সেখানে জড়ো করা হয়। এই কাজে এত পুলিশ কেন জনগণ তা জানতে চায়। ’

তিনি প্রশ্ন তোলেন, ‘সারা দেশে প্রতিদিন এত খুন হচ্ছে সেখানে পুলিশ কতটুকু দায়িত্ব পালন করছে?

সরকারকে গণতন্ত্রের দিকে ফিরে আসার আহ্বান জানিয়ে খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ‘জনগণের উপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে বিচার বিভাগ ও পুলিশ বাহিনীকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে দেশ চালাতে পারবেন না। আমরা আশা করব জনরোষে পড়ার আগেই আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। আপনারা গণতন্ত্রের দিকে ফিরে আসবেন। ’

স্বেচ্ছাসেবব দলের সভাপতি হাবিব-উন-নবী-খান সোহেলের সভাপতিতে সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফরুক প্রমুখ।


বাংলাদেশ সময় ১৯৩১ ঘণ্টা, ২৯ জুন ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।