ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রীতির প্রতীক: শহীদ উল্লা খন্দকার

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রীতির প্রতীক: শহীদ উল্লা খন্দকার

কোটালীপাড়া (গোপালগঞ্জ): প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেছেন, শেখ হাসিনা সরকার দেশের শুধু উন্নয়ন উন্নতিই করেনি, দেশের সম্প্রীতিও বজায় রেখেছে। কিন্তু এর আগে যারা ক্ষমতায় ছিল তারা দেশের সম্প্রীতি বিনষ্ট করেছে।

দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা মেরেছে। তাদের শাসনামলে ধর্মীয় ভাবগাম্ভীর্য় ও আনন্দ মূখর পরিবেশের মধ্য দিয়ে কেউ দুর্গাপূজা করতে পারেনি। তৎকালীন সময়ে অনেকেই ঘটপূজা করেছে। পক্ষান্তরে এখন দেশে ভাবগাম্ভীর্য় ও আনন্দ মূখর পরিবেশের মধ্য দিয়ে সনাতনধর্মলম্বীরা পূজা করতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের সম্প্রতি বজায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন সম্প্রীতির প্রতীক।

সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সজাগ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। তিনি ও তার দল রাষ্ট্রীয় ক্ষতায় থাকলে দেশের সকল মানুষ ভালো থাকবে।  

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, দেবদুলাল বসু পল্টু, সুমন হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন, তুষার মধু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া তার সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।