ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নির্বাচন সামনে রেখে সহিংসতা বন্ধের দাবি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
নির্বাচন সামনে রেখে সহিংসতা বন্ধের দাবি 

ঢাকা: বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম বলেছেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিল। সেই স্বাধীন দেশে নির্বাচনকে কেন্দ্র করে বারবার সহিংস পরিবেশ সৃষ্টি হয়।

যা আমাদের কারো কাম্য নয়। এবারও নির্বাচনকে কেন্দ্র করে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।  

সোমবার (৩০ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মানুষের অধিকার ও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮ সালে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ প্রতিষ্ঠিত হয়। সারা দেশ থেকে সৎ ও ভালো মানুষ যারা সংসদ নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনে অংশগ্রহণ করেছেন বা করবেন তাদের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য।  

আব্দুর রহিম বলেন, আশা করি আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩০০ আসনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে সুশাসন ও মানবিক বাংলাদেশ গড়তে সক্ষম হবো। সেই লক্ষ্যেই আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।  

এ সময় বিক্ষোভ সমাবেশে ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩ 
টিএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।